The Kubera Principle

Home GDPR About Contact Terms Policy

দুবাইয়ের বিখ্যাত মানবনির্মিত দ্বীপ পাম জুমেইরাহ || Palm Jumeirah: Iconic Manmade Island in Dubai

Updated: April 24, 2024

দুবাইয়ের বিখ্যাত মানবনির্মিত এক দ্বীপ পাম জুমেইরাহ। দর্শক আপনি নিশ্চয়ই ভাবছেন, মানুষ কি করে একটা আস্ত দ্বীপ নির্মাণ করবে? দ্বীপ তো প্রাকৃতিক সৃষ্টি! কিন্তু না, দুবাইয়ে এই অসম্ভব কর্মটিকেই সম্ভব করে তোলা হয়েছে।

পাম গাছের আকৃতির পাম জুমেইরাহ দ্বীপের পুরোটাই মানুষের হাতে নির্মিত। প্রাচীন সমুদ্রসৈকত, বিলাসবহুল হোটেল এবং ৮০,০০০ মানুষ নিয়ে এই দ্বীপ। এটিই পৃথিবীর প্রথম মানবনির্মিত দ্বীপ নির্মাণ প্রকল্প।

২০০১ সালের জুনে শুরু হয় পাম জুমেইরাহ প্রকল্পের কাজ। ২০০৬ সালে সেখানে বিল্ডিং নির্মাণ শুরু হয় এবং ২০০৭ সাল থেকে মানুষ বসবাস করা শুরু করে। বর্তমানে প্রায় ৮০ হাজার ধনাঢ্য মানুষ সেখানে বসবাস করেন। আবাসিক ভবন ছাড়াও সেখানে বেশ কয়েকটি হোটেল, রিসোর্ট এবং আবাসিক হোটেল রয়েছে।

২০২০ সালে ‘বিশ্বের সর্ববৃহৎ ঝর্ণা’ হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডের স্বীকৃতিও পেয়েছে পাম জুমেইরাহ। তাই দুবাই ভ্রমণে গেলে আপনিও কিন্তু চাইলে এই মানবনির্মিত দ্বীপে একবার ঢুঁ মারতে পারেন!

চলুন, ভিডিওটি দেখে জেনে নিই পাম জুমেইরাহ নির্মাণের অজানা ইতিহাস এবং এর প্রাসঙ্গিক অন্যান্য তথ্য সম্পর্কে।

ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিন।